রোহিঙ্গা শিবির পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল

0
0

ডেপুটি প্রসিকিউটর জেসম স্টুয়ার্টের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ৬ সদস্যের প্রতিনিধি দল আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধি দল ক্যাম্প-১৭ এর সিআইসি আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রতিনিধি দলটি সীমান্তবর্তী তুমব্রু এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইসিসি আগামী অক্টোবরে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা সে ব্যাপারে মিয়ানমার জেনারেলদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং মামলা পরিচালনা করবে। মূলত এ উদ্দেশ্যে প্রতিনিধি দল রোহিঙ্গাদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিনিধি দল রোহিঙ্গা এলাকা পরিদর্শন করবেন। এর আগে শুক্রবার বিকেলে রোহিঙ্গা শিবির পরিদর্শনের উদ্দেশে কক্সবাজারে পৌঁছান ৬ সদস্যের আইসিসি প্রতিনিধি দল। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান।

উল্লেখ্য, ১৭ জুলাই আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেসম স্টুয়ার্টের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here