পাবনা চাটমোহরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে শারমিন আক্তার নামের এক স্বামী পরিত্যক্তা নারী। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সুত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় দেড় বছর আগে শারমিনকে তালাক দেন তার স্বামী। এরপর বাবার বাড়িতে থেকে লেখাপড়া করতেন শারমিন। শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর সকলেই ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে বাড়ির পাশে আমগাছের নিচে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নেন শারমিন আক্তার। চিৎকারে পরিবারের লোকজন আগুন নেভানোর অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।