‘‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয়। শনিবার সকাল ১০টায় পৌর এলাকার মধ্যবাজারে হাটচাতাল চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। হাটচাতালে মৎস্য ব্যবসায়ীদের কাছে মাছে বিক্রির সময় মাছে কোন ধরনের ফরমালিন না পাওয়ায় মাছ বিক্রেতাদের কোন অর্থদন্ড প্রদান করা হয়নি। ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম,সাংবাদিক মনিরুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মুজিবুর রহমান,আপেল মাহমুদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মোঃজোহরুল ইসলাম, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি