সহজে গন্তব্য খুঁজে পাওয়ার সুবিধা দিতে গুগল ম্যাপে বাংলায় ভয়েস নেভিগেশন সেবার পাশাপাশি নতুন কয়েকটি ফিচার চালু করেছে গুগল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুগল ম্যাপের এ ফিচারগুলো উন্মোচন করেন। এ সময় গুগল ম্যাপের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ক্রিশ ভিতালদেভারা, জ্যেষ্ঠ প্রোগ্রাম ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) অনল ঘোষ, বিজনেস অ্যান্ড অপারেশন্স লিড বিকি রাসেল ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স জেসিকা বায়ার্ন উপস্থিত ছিলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও ক্রমবর্ধমান প্রবৃদ্ধি বৈশ্বিকভাবে সমাদৃত হচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে উপযুক্ত ইকোসিস্টেম তৈরিতে নিরলসভাবে কাজ করছে সরকার। যে কারণে দেশের তথ্যপ্রযুক্তি খাতে দেশী ও বিদেশী বিনিয়োগ বেড়েছে। তিনি বলেন, দেশের অসংখ্য মানুষ রাইডশেয়ারিং সেবা নিচ্ছে। রাইডার থেকে সাধারণ মানুষ গন্তব্য খুঁজে পেতে, পথনির্দেশনা পেতে ও যানজট এড়াতে গুগল ম্যাপের সহায়তা নিচ্ছে। বাংলাদেশের মানচিত্রায়নে গুগলের নিরলস প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। দেশের রাইডশেয়ারিং খাতের উন্নয়নে গুগল ম্যাপে বিশেষ মোটরসাইকেল মোড যুক্ত করায় প্রযুক্তিগত উত্কর্ষের সুফল পৌঁছে যাচ্ছে আর্থসামাজিক অবস্থান ভেদে সবার কাছে। এখন রাইডাররা গুগল ম্যাপে যাত্রার আনুমানিক সময়সীমাই নয়, বাইকের জন্য সবচেয়ে ভালো পথনির্দেশিকাও পাবেন। পাশাপাশি বাংলায় ভয়েস নেভিগেশন বা পথনির্দেশিকা শুনতে পারবেন। গন্তব্যস্থলে পৌঁছতে কোন পথটি সবচেয়ে ভালো, তা ডাবল-চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে এবং তা পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারবেন। নির্বাচিত রুট বা পথ থেকে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার বাইরে গেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রয়েছে অডিয়েবল অ্যালার্ট।
এ বিষয়ে গুগল ম্যাপের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ক্রিশ ভিতালদেভারা বলেন, বাংলাদেশী গ্রাহকদের আমরা সর্বোত্কৃষ্ট অভিজ্ঞতা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। যে কারণে বাংলায় ভয়েস নেভিগেশন এবং উপযুক্ত পথ দিয়ে গন্তব্যে পৌঁছা ও তা শেয়ার করার কমিউটার সেফটির মতো ফিচার যুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশের সর্বত্র যাত্রীদের যাত্রা হবে আরো সহজতর।