ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে চার্জগঠন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় ওসি মোয়াজ্জেম অভিযোগ অস্বীকার করায় আগামী ৩১ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এদিন অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর, সাবেক প্রসিকিউটর ফারুক আহমেদ ও ড. খন্দকার মোহাম্মদ মাসফিকুল হুদা ওসি মোয়াজ্জেমের অব্যাহতিতে আদালতে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। শুনানিকালে মামলার বাদি ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক। এরপর গত ২৪ জুন এক আবেদনে ট্রাইব্যুনাল তাকে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন প্রদানের আদেশ দেন। প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির মর্যাদা ভোগ করছেন। এরও আগে গত ২৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এ মামলায় দাখিলকতৃ তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিনই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল অধ্যক্ষ সিরাজ উদদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নেওয়ার জন্য রাফিকে মুখোশ পরা চার থেকে পাঁচজন চাপ প্রয়োগ করলে সে অস্বীকৃতি জানায়। এতে তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। টানা পাঁচদিন চিকিৎসাধীন থেকে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here