কুমিল্লার আদালতে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্রের মানসকন্যা বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির এক নেতা আজ সকালে সংবাদ সম্মেলন করে বলেছেন, কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত। আমি বলি, কুমিল্লার ঘটনাটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। আদালতে তারা দুজন ছিলেন ফুফাতো-মামাতো ভাই। তারা একই মামলার আসামি ছিলেন। এটি একটি দুর্ঘটনা। আবেগের বশে একটা দুর্ঘটনা ঘটে গেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কোন মুখে এসব কথা বলে? এসব বলার আগে আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখে নিন। ২০০৮ সালে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন ঝালকাঠিতে আদালতে বোমা হামলা করে বিচারককে হত্যা করা হয়েছে, গাজীপুরের আদালতে বোমা মেরে ১২ জন আইনজীবীকে হত্যা করা হয়েছে, তখন আপনাদের সরকার কী করেছে? ব্রিটিশ একজন হাইকমিশনার হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গেলে তাঁর ওপর বোমা হামলা করেছেন, একজন বিদেশি নাগরিককে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেননি। আবার খুব বড় বড় গলায় এখন বলেন, ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত। আপনাদের লজ্জা হওয়া উচিত, ২০০৮ সালের নির্বাচনে জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। আপনাদের শিক্ষা হয়নি।
এ সময় হানিফ বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে কারাবন্দি করা ছিল গণতন্ত্রকে কারাবন্দি করা। এ ঘটনায় আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তাঁকে ( শেখ হাসিনা) মুক্ত করেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে- এমন একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সারা পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধেই ষড়যন্ত্র হয়। এটাকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।