বিশ্বকাপের সেরা ক্রিকেটার, অর্থাৎ ম্যান অফ দা টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। লর্ডসে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাই করে ইংল্যান্ড। এরপর সুপার ওভারেও দুই দলের রান সমান ছিল। নিয়ম অনুযায়ী, মূল ম্যাচে মোট বাউন্ডারিতে এগিয়ে ছিল ইংল্যান্ড, তাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতে নেয়। নিউজিল্যান্ডের হয়ে আলোচিত চরিত্র হয়ে থাকবেন কেইন উইলিয়ামসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে একটা আশাবাদ দেখা গিয়েছিল যে সাকিবআল হাসান ম্যান অফ দা টুর্নামেন্ট পেতে পারেন।
টেলিভিশন সম্প্রচারকরা এবং বিশ্লেষকরাও যখন ম্যান অফ দা টুর্নামেন্টের আলোচনা করেন তখন সাকিবকে সবার ওপরে রাখেন, যার দরুণ এই আশাবাদ দেখা গিয়েছিল। কিন্তু কেন তিনি ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার পেলেন?
কেইন উইলিয়ামসনের ব্যাটিং
টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকার দিকে তাকালে উইলিয়ামসনের রান খুব বেশি মনে নাও হতে পারে। তবে তিনি যে রান করেছেন তাতে নিউজিল্যান্ড দল বিপদ থেকে মুক্তি পেয়েছে বেশ কয়েকবার। ১০ ম্যাচ খেলে ৫৭৮ রান তোলেন কেইন উইলিয়ামসন, যা এই বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ। নিউজিল্যান্ড এই টুর্নামেন্ট শুরু করে দুর্দান্তভাবে টানা তিন ম্যাচ জিতে।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় ছাড়া নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি তেমন উল্লেখ করার মতো রান করতে পারেনি। ব্যাট হাতে নিউজিল্যান্ডের ত্রাতার ভূমিকায় ছিলেন কেইন উইলিয়ামসন। আফগানিস্তানের বিপক্ষে ৭৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৮ রান তোলেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।
মূলত প্রথম পাঁচ ম্যাচের জয় নিউজিল্যান্ডকে সেমিফাইনালে উঠতে সাহায্য করে। সেমিফাইনালেও ভারতের বিপক্ষে ৬৭ রানের একটি ইনিংস খেলেন যা পরবর্তীতে ম্যাচ জেতাতে সাহায্য করে। ফাইনাল ম্যাচে ৩০ রানে আউট হন কেইন উইলিয়ামসন।