শিক্ষার্থীদের ‘৫০০ মুঠোফোন পোড়ালেন’ আইডিয়ালের শিক্ষকরা

0
0

শিক্ষার্থীদের ব্যবহৃত অন্তত ৫০০ মুঠোফোন ভেঙে ফেলার পরে তা পোড়ানোর অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষকদের বিরুদ্ধে। গত শনিবার প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে জানায় শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষার্থীদের ফোন পুড়িয়ে ফেলার খবর শোনার পর বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদ। তিনি বলেন, অভিভাবকরা বোর্ডে লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে ফোন নিয়ে আসার কারণে তা জব্দ করে প্রথমে ভেঙে ফেলা হয়। এরপর সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন শিক্ষকরা। সেখানে শিক্ষার্থীদের ব্যবহৃত অন্তত ৫০০ মুঠোফোন ছিল।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মুঠোফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আছে ঠিকই। তবে সেটা ক্লাসের আগে জমা নিয়ে ক্লাস শেষে ফেরত নিতে পারে, অথবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে ফোন না দেওয়ার বিষয়ে কথা বলতে পারে। কিন্তু ফোন জব্দ করার পর ভেঙে ফেলা বা আগুনে পুড়িয়ে দেওয়া সমীচীন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here