আষাঢ়ের শেষ দিনেও পাহাড়ি ঢল ও টানা বর্ষণ অব্যাহত থাকায় পনেরটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ৩০ থেকে ৪০ ঘন্টার মধ্যে দেশের ২০ থেকে ২২টি জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে। বুধবারের মধ্যে এসব জেলার বন্যা পরিস্থিতি আশঙ্কাজনকভাবে অবনতি হতে পারে। বন্যা কবলিত এসব এলাকায় জনবসতি তলিয়ে গিয়ে খাবার পানির সংকট সহ তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।ক্রমেই পানি বেড়েই চলছে। পানিতে ভিজে বিপুল সংখ্যক মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা দ্রুত বাঁধে ঠাঁই নিয়েছেন, তারা ক্ষতি অনেকটা কমাতে পেরেছেন।
তবে বৃষ্টি বা উজানের ঢল বন্ধ হলে কিছু দিন স্থির থেকে পানি স্বাভাবিকভাবে কমতে থাকবে। তবে এর উল্টোটা হলে এই শতকের সবচেয়ে বড় বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও পানি উন্নয়ন বোর্ড মাঝারি মানের বন্যার সম্ভাবনা দেখছে।অব্যাহত বৃষ্টি আর উজানের পানিতে নদী তীরবর্তী বেশিরভাগ জনপদ তলিয়ে গিয়ে বড় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এসব এলাকায় জনবসতি তলিয়ে গিয়ে খাবার পানির সংকট সহ তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে,সুরমা নদী সিলেটের কানাইঘাটে বিপদসীমার ১১০ সেন্টিমিটার, সিলেটে ৬১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিভাগের অন্যান্য নদীর মধ্যে কুশিয়ারা নদী অমলশীটে ১৪৬ সেন্টিমিটার, শ্যাওলায় ৯৫ সেন্টিমিটার, সিলেটের শেরপুরে ৫১ সেন্টিমিটার, মনু নদী রেলওয়ে ব্রীজে ৪৮ সেন্টিমিটার, মৌলভীবাজারে ৮৪ সেন্টিমিটার, ধলাই নদী কমলগঞ্জে ১৯ সেন্টিমিটার, খোয়াই নদী বাল্লায় ১০৩ সেন্টিমিটার, হবিগঞ্জে ১০ সেন্টিমিটার, পুরাতন সুরমা ধিরাইয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সারাদেশে বিপদসীমায় ছাড়িয়ে যাওয়া নদীগুলোর মধ্যে সোমেশ্বরী নদী কমলাকান্দায় ৬৫ সেন্টিমিটার, কংস নদী ৪৩ সেন্টিমিটার, ধরলা নদী কুড়িগ্রামে ১০৮ সেন্টিমিটার, তিস্তা নদী কাউনিয়ায় ১৬ সেন্টিমিটার, ঘাঘট নদী গাইবান্দায় ৬৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদী নুনখাওয়ায় ৭১ সেন্টিমিটার, চিলমারীতে ১০২ সেন্টিমিটার, যমুনা নদী ফুলছড়িতে ১০৬ সেন্টিমিটার, বাহাদুরাবাদে ১১৯ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ৭৯ সেন্টিমিটার, কাজিপুরে ৪৫ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ১৬ সেন্টিমিটার, সাঙ্গু নদী বান্দরবনে ৪০ সেন্টিমিটার, দোহাজারীতে ১০০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এগুলো ছাড়া অন্য নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে বইছে বলে সারাবাংলাকে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকলেও দেশের সকল নদনদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে। এরমধ্যে ধলেশ্বরী নদী এলাশিং পয়েন্টে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নদ-নদীগুলোর ৯৩টি পয়েন্টের মধ্যে ২৫টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এসব নদীর পানি দিনে তিন থেকে চার ইঞ্চি করে বাড়ছে।
এখনো পর্যন্ত দেশের ১৬টি জেলায় বন্যার পানি ঢুকেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যায় ডুবে যাওয়া জেলাগুলোর মধ্যে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মঞ্জুর হাসান। অপরদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও লালমনিরহাট, চট্টগ্রাম, বান্দরবন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
এদিকে বন্যা কবলিত এলাকায় কয়েক লাখ মানুষ বিশুদ্ধ পানি,জ্বালানি ও খাদ্যসংকটে রয়েছে। বন্যাকবলিত এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মানুষকে কলাগাছের ভেলা ও ছোট নৌকায় চলাচল করতে হচ্ছে। ফলে এসব এলাকায় খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে। বন্যা কবলিত জেলাগুলোতে ঘরবাড়ী ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। খামারিরা বিপাকে পড়েছেন তাদের পোষা গবাদি পশু হাঁস-মুরগির নিয়ে।পুকুর ও জলাশয়গুলো ডুবে যাওয়ায় মৎস্যচাষীরা বড় অংকের লোকসানের মুখে পড়েছেন।
এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার বড় রকমের প্রস্তুতি নিয়ে ফেলেছে। বন্যাকবলিত এলাকাগুলোতে শিগগির ব্যাপক আকারে ত্রাণ ও জরুরী ওষুধসেবা পৌঁছে দেওয়া হবে। তবে কয়েকটি এলাকায় এরই মধ্যেই ত্রাণ সেবা পৌঁছে দেওয়া হয়েছে।পানিবাহিত রোগ মোকাবিলায় স্থানীয় চিকিৎসকদেরও যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে
জামালপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার ছয়টি উপজেলার প্রায় দুই লাখ মানুষ।সোমবার (১৫ জুলাই) দুপুরে যমুনার পানি বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি বর্তমানে ২০ দশমিক ৭৬ সেন্টিমিটারে অবস্থান করছে। এ পয়েন্টে স্বাভাবিক পানির স্তর হচ্ছে ১৯ দশমিক ৫০।
এদিকে, অব্যাহত পানি বাড়তে থাকায় জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জেলা দুযোর্গ ও ত্রাণ কর্মকর্তা কার্যালয়ের জরিপ অনুযায়ী এবারের বন্যায় পানিবন্দির সংখ্যা প্রায় এক লাখ ৯৪ হাজার। যদিও বাস্তবতায় এর সংখ্যা অনেক বেশি। বন্যাকবলিত হয়েছে পুরো দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবনে পানি ঢুকে পড়েছে। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ও বন্যাকবলিত হয়ে পড়েছে।
বন্যার পানিতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা এলাকাতেও ঢুকে পড়েছে পানি।এছাড়া দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নসহ ডাংধরা, চরআমখাওয়া, বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী ও হাতিভাঙ্গা ইউনিয়নের প্রায় ৯০ ভাগ পানির নিচে রয়েছে।সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা, পিংনা, আওনা, ভাটারা ও কামরাবাদ ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার প্রায় শতভাগ পানির নিচে রয়েছে।
বকশীগঞ্জ উপজেলার কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নে পাহাড়ি ঢলে প্রায় ১০ কোটি টাকার মাছ ভেসে গেছে। এছাড়া মেরুরচর, সাধুরপাড়া, নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, পাথর্শী ইউনিয়ন শতভাগ পানি নিচে রয়েছে। মাদারগঞ্জ উপজেলার জোরখালী, চরপাকেরদহ ও বালিজুড়ি ইউনিয়নে বন্যার পানি ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর ও নাংলা ইউনিয়নে ঢুকতে শুরু করেছে বন্যার পানি।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা নায়েব আলী বলেন, জামালপুরের ছয়টি উপজেলায় এ পর্যন্ত পানিবন্দি হয়ে পড়েছেন এক লাখ ৯৪ হাজার মানুষ। এসব পানিবন্দি মানুষের মধ্যে ২৯০ মেট্রিক টন চাল, নগদ তিন লাখ টাকা ও ২০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ভোলা: ভোলায় মেঘনার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে জেলার তিনটি উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।
দ্বিতীয় দিনের মতো সোমবার (১৫ জুলাই) মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির উচ্চতা বেড়ে গেছে।পাহাড়ি ঢল ও পূর্ণিমায় সৃষ্ট জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানিতে তলিয়ে গেছে বসত-ভিটা, ফসলি জমি ও রাস্তা-ঘাটসহ গুরুতত্বপূর্ণ স্থাপনা। এতে দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তী এলাকার মানুষ।
পাউবো জানায়, রোববার (১৪ জুলাই) মেঘনার পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার তা আরও ২ সেন্টিমিটার বেড়েছে। এদিন মেঘনার পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের বাইরের নিচু এলাকায় পানি ঢুকে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। পানি বেড়ে প্লাবিত হয়েছে তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বাঁধের বাইরের নিচু এলাকা।
পাউবো ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওছার আলম জানান, মনপুরা উপজেলার মনপুরা, হাজিরহাট, উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১০টি গ্রাম, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, চাচড়া ও সাদপুর ইউনিয়নের ১২টি গ্রাম ও চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ও আসলামপুর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলেও বাঁধের ভেতরে কোথাও পানি ওঠেনি।
তিনি আরও বলেন, জোয়ারের পানির চাপের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে তিন উপজেলার ২৬ কিলোমিটার বাঁধ। ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় বাঁধ মেরামতের কাজ চলছে।এদিকে, জোয়ারের পানিতে ঢালচর, কুকরী-মুকরী ও চরপাতিলাসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে, জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর নদী পথের ইলিশা ফেরি ও লঞ্চঘাট।
বগুড়া: কয়েক সপ্তাহ আগেও যমুনা শান্ত ছিল। কিন্তু বর্তমানের চিত্রটা একেবারে ভিন্ন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে যমুনার পেট! সোমবার (১৫ জুলাই) বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা পয়েন্টে পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি বাড়া এখনো অব্যাহত রয়েছে।
আর তাতেই হিংস্র হয়ে উঠছে যমুনা। শান্ত যমুনা অশান্ত হয়ে পড়ায়, চারপাশে পানি ছড়িয়ে পড়ছে। দিন যাচ্ছে, আর নতুন নতুন গ্রামে পানি ঢুকছে। ফলে প্রতিনিয়ত ভিটেমাটি ছাড়া হচ্ছে নিত্য নতুন পরিবার। বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে হচ্ছে।
তাদের একজন জমিলা বিবি। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তার সংসার। বেশ আগেই মারা গেছেন স্বামী ফরিদুল ইসলাম। বাড়ি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে। যমুনার হিংস্র থাবায় এই নারী এ পর্যন্ত পাঁচবার স্থান ত্যাগে বাধ্য হয়েছেন। যমুনা গিলে ফেলেছে তার বসতভিটা।
বর্তমানে তার বসতভিটা অর্ধেক পানিতে নিমজ্জিত। ছেলে-মেয়েদের সঙ্গে করে যতোটুকু পেরেছেন, তাই নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। আর বাঁধে কতোদিন থাকতে হবে জানা নেই জমিলা বিবির। যমুনার পানি বাড়ায় নিরাপদ আশ্রয় বাঁধে আসবাবপত্র নিয়ে ছুটছেন মানুষ। ছবি: বাংলানিউজঅতীত অভিজ্ঞতা থেকে এই নারী বাংলানিউজকে বলেন, অন্তত তিন মাস বাঁধেই জীবন কাটাতে হবে তার মতো বন্যায় বসতভিটা হারিয়ে ফেলা মানুষদের।
সারিয়াকান্দি উপজেলার যমুনার ডান পাশে নির্মিত কর্ণিবাড়ি-কুতুবপুর-চন্দনবাইশা-রহদহ-কামলাপুর আট কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এদিকে, ধুনট উপজেলার যমুনা তীরবর্তী সাত কিলোমিটার সহড়াবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বানভাসি মানুষগুলো যার যার মতো করে যা পারছেন তাই নিয়ে বাঁধে এসে আশ্রয় গড়ে তুলছেন।
সরেজিমনে দেখা যায়, চিত্রটা প্রত্যেক বছরের মতোই।বন্যা এলে ক্ষতিগ্রস্তদের সবাইকে নিরাপদে আশ্রয়ের জন্য ছুটতে হয়। এবারো তার ব্যতিক্রম নয়। বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে ইতোমধ্যে অনেক পরিবার গৃহহারা হয়ে পড়েছে।
তারাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দু’পাশ দিয়ে ঝুপড়ি ঘরে বানিয়ে চলেছেন। বাঁশ, কাঠের বাটাম, পলিথিন, দড়ি, লোহা, টিনসহ আনুসাঙ্গিক সামগ্রী ব্যবহার করে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এসব ঘর তৈরি করছেন বানভাসি মানুষগুলো।
ঘরগুলো পরিসরে বেশ ছোট। এসব ছোট ছোট ঝুপড়ি ঘরেই বানের কয়েক মাস বানভাসিদের জীবন কাটাতে হবে। এক ঘরেই সবাইকে ঠাসাঠাসি করে বসবাস করতে হবে। আবার কেউ কেউ এসব ঘরেই গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বসবাস করতে বাধ্য হন। সেখানে প্রসাব-পায়খানার কোনো ব্যবস্থা থাকে না। বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়। এসব মেনেই বাধ্য হয়ে তারা বানের কয়েক মাস বাঁধে কাটিয়ে দেন কষ্টের দিন-রাত।
এদের মধ্যে অনেকেই ঘর নির্মাণের কাজ গুটিয়ে ফেলেছেন। আবার অনেকেই নতুন নতুন ঘর নির্মাণ করছেন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যমুনার পানি। প্রতিনিয়ত নতুন নতুন বসতবাড়িতে সেই পানি ঢুকছে। এসব পরিবারের মানুষ আশ্রয় নিতে বাঁধে চলে আসছেন। নির্মাণ করছেন সামান্য মাথা গোঁজার ঠাঁই। বাঁধের পশ্চিম পাশ দিয়ে সারিবদ্ধভাবে এসব ঘর গড়ে তোলা হচ্ছে।
বাঁধে আশ্রয় নেওয়া জসিম উদ্দিন বলেন, দীর্ঘ জীবন যমুনার সঙ্গে সংগ্রাম করে চলেছি। কিন্তু বয়স তো থেমে নেই। শরীরটা আগের মতো চলতে চায় না। কিন্তু যমুনার আশপাশে বসবাস করলে এমন বাস্তবতা না মেনে কোনো উপায় নেই। নইলে যমুনাকে চিরবিদায় জানাতে হবে। অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু সেই সামর্থ নেই। তাই যমুনার ঘাত-প্রতিঘাত সহ্য করেই হয়তো বাকি জীবনটা পারি দিতে হবে।
বাঁধে আশ্রয় নিতে আসা জহুরা বেগম নামে এক নারী বলেন, অভাবের সংসার। সংসারে সারা বছর ঘাটতি লেগেই থাকে। কাজ করলে তবেই পেটে ভাত যায়। নইলে উপোস থাকতে হয়। এরমধ্যে আবার যমুনার তা-ব শুরু হয়েছে। না জানি ক’দিন এই মরণ জ্বালা সহ্য করতে হয়।
বাঁধে আশ্রয় নেওয়া ও নিতে আসা এসব ব্যক্তিরা জানান, সাত-আটদিনের ব্যবধানে তাদের বসতবাড়িতে বন্যার পানি ঢুকেছে। ক্রমেই পানি বেড়েই চলছে। পানিতে ভিজে বিপুল সংখ্যক মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা দ্রুত বাঁধে ঠাঁই নিয়েছেন, তারা ক্ষতি অনেকটা কমাতে পেরেছেন।
এ অবস্থায় অনেক মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কারণ সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক কথায় এই দুই উপজেলাসহ পাশের সোনতলা উপজেলার বানভাসি মানুষগুলো জীবন বাঁচানোর সংগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু এলাকায় আশ্রয় নিতে ব্যস্ত বলেও জানান বানভাসি এসব মানুষগুলো।
কুড়িগ্রাম: পানি বাড়া অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাশাপাশি নদী ভাঙনে মানুষ ভিটেমাটি হারানোসহ ভাঙছে বিভিন্ন স্থাপনা। জেলার নয়টি উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত কুড়িগ্রামের ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে, মাঠে ও চলাচলের রাস্তায় পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোর অনেকগুলোর মাঠ চার-পাঁচ ফুট পানির নিচে তলিয়ে আছে।
বন্যার পানির তীব্র স্রোতের মুখে ভেঙে গেছে জেলার নাগেশ্বরী উপজেলার শংকর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগেশ্বরী এলাহীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকদের উপস্থিত থেকে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে বন্যা মোকাবিলায় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।বন্যার পাশাপাশি নদী ভাঙনে এ পর্যন্ত গৃহহীন হয়েছে এক হাজার ৩১টি পরিবার। জেলা সদরের হলোখানা ইউনিয়নের সারডোব, বাংটুর ঘাট, উলিপুরের চর বজরা ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুরহেলান গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রাখা হয়েছে। এ এলাকাগুলোতে বাঁধ মেরামতে বালুর বস্তা ফেলা হচ্ছে।