শ্বাসরূদ্ধকর ফাইনালে শেষ হাসি হেসেছেন নোভাক জোকোভিচ। দুই মহা-তারকার লড়াইয়ে চার ঘণ্টা ৫৫ মিনিটের লড়াই শেষে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন জোকো। হারলেও এখনই থেমে যেতে চাননা ফেডেক্স। ক্যারিয়ারে আরো দীর্ঘ পথ পাড়ি দেয়ার লক্ষ্য এই কিংবদন্তীর। লর্ডসে তখন চলছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের মহারণ। আরেক দিকে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে উইম্বলডনের শিরোপার মঞ্চে মুখোমুখি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।
পুরো দুনিয়ার চোখ ছিলো দুই ভাগে বিভক্ত। দুই মহাতারকার দ্বৈরথে কে হাসবেন শেষ হাসি? ফেদেরার কি পারবেন মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ডে ভাগ বসাতে। নাকি জোকোর হবে টানা দ্বিতীয় উইম্বলডন? তবে, কোর্টে প্রথম হাসি হাসলেন সার্বিয়ান তারকাই। ৭-৬ গেমে জিতে নিলেন প্রথম সেট।
বয়স ৩৭। কিন্তু সেটা শুধু একটা সংখ্যা মাত্র ফেদেরারের জন্য। সব বাধা জয়ের মানসিকতা আছে যার। তার কাছে এ হার কিছুই না। দ্বিতীয় সেট দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফেদেরার। তৃতীয় সেটে আবারো বাজিমাত করেন জোকো। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ সেট গড়ায় টাইব্রেকে। স্নায়ুচাপ ধরে রেখে দাপটের সঙ্গে শিরোপার উল্লাসে মাতেন জোকোভিচ। গেল আসরের মত এবারো ধরে রাখলেন উইম্বলডনের শিরোপা। আর হতাশা নিয়েই ফিরলেন ফেদেরার সমর্থকরা। তবে, শিরোপা না জিতলেও আক্ষেপ নেই ফেডেক্সের। জানালেন এখনি থামতে চান না তিনি।
রজার ফেদেরার বলেন, “আরো অনেক দূর যেতে চাই। যতদিন খেলতে পারবো, ততদিন খেলা চালিয়ে যাবো। টেনিসই আমার ধ্যানজ্ঞান। জোকোভিচ যোগ্য প্রতিপক্ষ হিসেবেই শিরোপা জিতেছে। বছরের শেষ গ্র্যান্ডস্লামে ভাল খেলাই এখন লক্ষ্য ফেদেরারের।