এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

0
41

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার পৌনে ২টার দিকে বাদ জোহর ক্যান্টনমেন্ট জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও সেনা সদস্যসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। তবে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই জিএম কাদের। তিনি এরশাদের হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার জন্য দোয়া করার আহ্বান জানান। এর পর এরশাদের মরদেহ সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেওয়া হবে। তারপর সিএমএইচের হিমঘরে রাখা হবে তাকে।

আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে। এর পরদিন ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলেই ঢাকায় এনে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।

উল্লেখ্য, জাপা চেয়ারম্যান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার মারা গেছেন। সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান তিনি। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন এরশাদ।

এদিকে জাপা চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here