বরগুনার রিফাত হত্যা মামলা, আসামী সাইমুন ফের রিমান্ডে

0
0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভ’ক্ত ৬নং আসামী মো. আল কাইয়ুম ওরফে রাব্বি আকনকে ৭দিন ও কামরুল হাসান সাইমুনকে ফের ৩দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকাল ৫টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির জানান, রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িত থাকায় বিকালে আদালতে আসামীদের হাজির করে মো. আল কাইয়ুম ওরফে রাব্বি আকনের ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামী কামরুল হাসান সাইমুনের ফের ৫দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কামরুল হাসান সাইমুন ১০দিন পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ছিল।
এ মামলায় এখন পর্যন্ত এজাহারভ’ক্ত ৭জন(৬জনজীবিত) এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ৭জনসহ মোট ১৪জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভ’ক্ত গ্রেপ্তারকৃত ৩জন এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত ৪জনসহ মোট৭জন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এজারভ’ক্ত ৩জন এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ৩জনসহ মোট ৬জন আসামী পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। প্রধান আসামী নয়ন বন্ড গত (২জুলাই) ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here