নেপালে বন্যায় নিহত বেড়ে ২৮

0
31

নেপালে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২৮ জন নিহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন দেশটির আরও ১৬ নাগরিক।

শনিবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়। নেপাল পুলিশ এক জরুরি বার্তায় জানায়, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে দেশজুড়ে প্রায় ২৮ জন নিহত হয়েছেন। অন্তত দশজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।খবরে বলা হয়, দেশটির ১ ও ২ নম্বর প্রদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ভূমিধসের পাশাপাশি দেখা দিয়েছে জলবদ্ধতা। নিহতরা দেশটির ললিতপুর, কেভরি, কোটাঙ, ভোজপুর, মাকানপুরের বাসিন্দা ছিলেন।

এদিকে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছিল। মহাসড়কগুলোতে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। বৃষ্টির কারণে নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় নিকটবর্তী বাসিন্দারা বন্যার ঝুঁকিতে রয়েছেন।বন্যায় প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ থাকতে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here