এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করে পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, ‘আমরা শিক্ষকরা দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই। আমাদের যে বেতন দেওয়া হয়, তা খুবই সামান্য। এভাবে শিক্ষক সমাজ বেঁচে থাকতে পারে না। প্রতি ঈদে হাহাকার করে শিক্ষক পরিবারগুলো। শিক্ষকরা এভাবে প্রতিদিন রাস্তায় এসে আন্দোলন করতে পারেন না। আমাদের দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। না হলে শিক্ষকরা আরও কঠোর অবস্থানে যাবেন।
নজরুল ইসলাম রনি আরও বলেন, আমাদের কথাগুলো যদি প্রধানমন্ত্রী না শোনেন, আমাদের হাহাকার যদি প্রধানমন্ত্রী পর্যন্ত না যায়, প্রয়োজনে গণভবনের সামনে অবস্থান নেবো আমরা। প্রয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে মানববন্ধন করে দাবি জানাবো।বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স বলেন, ‘যেখানে এশিয়ার দেশগুলোতে শিক্ষা খাতে মোট বাজেটের ছয় শতাংশ দেওয়ার কথা, সেখানে আমাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ মাত্র ২ দশমিক ৪ শতাংশ। ছয় শতাংশ দেওয়া সম্ভব না হলেও কমপক্ষে আরও দুই শতাংশ বরাদ্দ দিলেই শিক্ষকদের সমস্যাগুলো সমাধান হবে। শিক্ষকরা আর রাস্তায় দাঁড়াবে না। এটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক বলেও তিনি মন্তব্য করেন।