স্বাস্থ্য পরীক্ষায় টাকা দিলে টিকা মেলে !

0
64

চলতি বছর হজ¦ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান গত ১৬ জুন থেকে শুরু হয়েছে। সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ¦ যাত্রীদের ম্যানিনজাইটিস বা ইনফ্লুয়েঞ্জার টিকাদান সারা দেশের ন্যায় সরকারীভাবে বিনামূল্যে জেলা শহরের সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য ও টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।

মূলত, আমাদের দেশের কোন লোক থেকে অন্য দেশের লোকদের মাঝে যাতে করে কোন সংক্রামক না ছড়াতে পারে কিংবা ম্যালেরিয়া, জন্ডিসসহ আবহাওয়া জনিত কোন রোগ যাতে এদেশের হাজীদের মাঝে সংক্রমিত হতে না পারে এ জন্যই প্রত্যেক হাজীদেরকে পূর্বেই দুটো করে এ ভ্যাকসিন বা টিকা দিতে হয় বাধ্যতামূলক ভাবে।

সূত্রে জানা গেছে, প্রত্যেক হজ¦ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর ম্যানিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে জেদ্দা বিমান বন্দরে দেখানোর জন্য স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হয়। হজ¦ যাত্রীকে টিকা নিতে যাওয়ার সময় প্রাক-নিবন্ধন বা নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে প্রতিটি হজ¦ যাত্রীকে,এদিকে হজ¦ মৌসুমে এ সকল হজ¦ যাত্রীদের ভ্যাকসিন বা টিকা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ফেনী সিভিল সার্জন অফিসের লোকজন নানা ভাবে হয়রানী শুরু করে দিয়েছে। “টাকা দিলে টিকা মেলে” এ যেন সিভিল সার্জন অফিসের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি হাজীদের জন্য দুটো টিকা বা ভ্যাকসিন সরকারী ভাবে মিনামূল্যে দেয়ার নির্দেশনা থাকলেও এ অফিসের চিত্র সম্পূর্ণ ভিন্ন রূপ।

ভূক্তভোগী, হজ¦ কাফেলার কর্মকর্তা ও হজ¦ এজেন্সিসহ একাধিক সূত্রে জানা গেছে, জেলা সিভিল সার্জন অফিসের স্টোনো বাবুল চন্দ্র দাসই টিকা দানের ব্যাপারে হাজীরা প্রায় সময়ই তার কাছে হয়রানির শিকার হতে হয়। উক্ত অফিসে ভ্যাকসিন রিজার্ভ থাকার পরেও উক্ত বাবুল চন্দ্র দাস হাজীদেরকে কিংবা হজ¦ কাফেলার লোকজনকে অনেকটা ধমকের সুরে বলেন, অন যান, টিকা শেষ অই গেছে, কাইল্যা আইয়েন, আঁই ব্যস্তÍ আছি।” এ রকম টালবাহানা করেন। কিন্তু ঠিকমতো ২০০ টাকা ফি দিলে কৌশলে টিকা দান রুমে নিয়ে টিকা প্রয়োগ করে থাকেন। মো. আলী আজম নামের এক হাজী গত ৭ জুলাই উক্ত অফিসে টিকা দানের জন্য সকাল ১০টায় গেলে দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুর ২টার সময় ২০০ টাকা ফি দিয়ে টিকার কাজ সম্পন্ন করেন বলে জানান।

এদিকে উক্ত অফিসের স্টোনো বাবুল চন্দ্র দাসের সাথে হাজীদের টিকা দানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ফেনী সিভিল সার্জন অফিসের প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন সরবরাহ কম, এখানে প্রথম ধাপে ৩৬০, দ্বিতীয় ধাপে ৮০০, তৃতীয় ধাপে ২৫০ ও চতুর্থ ধাপে ১৫০টি ভ্যাকসিন বা টিকা বরাদ্ধ পাওয়া গেছে। টাকার বিনিময়ে হাজীদেরকে টিকা প্রদানের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।

ভুক্তভোগী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা জানান, ফেনী জেলার জন্য বরাদ্ধকৃত টিকা গুলো পাশর্^বর্তী জেলার লোকদের মাঝেও টাকার বিনিময়ে সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। তারা বলেন, হাজীরা মূলতঃ আল্লাহর মেহমান, যেখানে সরকারী ভাবে বিনামূল্যে হাজীদেরকে এ ভ্যাকসিন বা টিকা দেয়ার কথা সে ক্ষেত্রে অযথা আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেয়া এটা অত্যন্ত দুঃখজনক। এব্যাপারে জেলা প্রশাসন যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করনে এটাই ধর্মপ্রাণ হজ¦গামী লোকদের কামনা।জেলা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আবদুল মান্নান জানান, এখানে সকল হাজীদেরকে বিনামূল্যে টিকা দান করা হয়। কিন্তু কেউ যদি টাকা নিয়ে থাকেন আমাদের অজান্তে তাহলে এটা খুবই দুঃখজনক। সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান প্রশিক্ষণে ঢাকা থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here