পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: ১৬ জনের প্রাণহানি, আহত ৮৪

0
55

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে পাকিস্তানের পাঞ্জাবে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সাদিকাবাদের ওয়ালহার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। খবর ডনের।

ডেপুটি কমিশনার জামিল আহমেদ জামিল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। আহতদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় শেখ জায়েদ হসপিটালে।

ওয়ালহার রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রেনটির ওপরে যাত্রাবাহী ট্রেনটি ওঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। ইমরান খান টুইটে লেখেন, ট্রেন দুর্ঘটনায় নিহতরা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বছরের পর বছর অবহেলিত রেলের অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রেলমন্ত্রীকে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here