ভোগান্তি কমাতে কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ : মেয়র খোকন

রাজধানীতে যানজটের অসহনীয় ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত করতে এবং যাতায়াতের সুবিধার্থে কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার সকালে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সাঈদ খোকন।

এ সময় মেয়র খোকন বলেন, আমাদের উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যে ভিআইপি রোডটা আছে, এই রোডটাতে আমাদের কাজ চলছে। এই কাজ চলবার কারণে আমাদের যে নর্থ-সাউথ কানেকশনটা, সেখানে যানজট প্রকট হয়ে গেছে। সেজন্য কয়েকটি রাস্তায় আপাতত রিকশামুক্ত করেছি, যাতে আমাদের এখনকার যে প্রবলেমটা, সেটা সারতে পারে।

ডিএসসিসির মেয়র আরো জানান, উন্নয়নের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে হবে। গ্রামে ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে লোকবলের অভাব দেখা দেয়। সেখানে রিকশা চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আছে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান মেয়র সাঈদ খোকন। আগামী ১৫ জুলাই থেকে ৫৭টি ওয়ার্ডে মেডিকেল টিম বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here