ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার (৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।প্রাথমিকভাবে পুলিশ জানায়, স্লিপার কোচের এ বাসটির চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।