হজ ব্যবস্থাপনায় এবার কোনো অনিয়ম কিংবা ভোগান্তি নেই বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।শনিবার (৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হজ ব্যবস্থাপনা সুন্দর করতে আমরা কাজ করছি। হাজিদের খেদমতে আমাদের কাজে কোনো ঘাটতি নেই। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা সৌদি-জেদ্দা অংশের ইমিগ্রেশন শাহজালালে হচ্ছে। প্রথমদিন হাজিদের এই সুবিধা দিতে না পারলেও দ্বিতীয় দিন থেকে হাজিদের ইমিগ্রেশন সুবিধা দেওয়া হচ্ছে। এতে হাজিদের কষ্ট অনেকাংশে কমে গেছে। আগে সৌদিতে এই ইমিগ্রেশন শেষ করতে সময় লাগতো ৬-৭ ঘণ্টা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাজিদের বিষয়টি সব সময় খেয়াল রাখেন। সেজন্য আমরা ২০০৯ সাল থেকে হাজিদের সমস্যা সমাধানে কাজ করছি। তবে পুরোপুরি সমস্যা সমাধান করতে না পারলেও চেষ্টা করছি। আর এখানে আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যেখানে প্রধানমন্ত্রী নিজে সবকিছু দেখভাল করেন, সেখানে কাজ না করার কোনো উপায় নেই।
হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম নেই জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আরও বলেন, হজযাত্রার শুরুতেই আমি সবাইকে বলেছি অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তারাও আমাকে কথা দিয়েছেন। সেই কথা মত এখনও সবকিছু ভালো আছে। বিমানের কোনো ফ্লাইট এখন পযর্ন্ত বাতিল হয়নি। আশা করছি সামনে কোনো সমস্যা হবে না। হাজিদের খেদমতে আমরা সচেতন।
হজ ক্যাম্প পরিদর্শনের সময় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।