বরগুনার রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি হাসান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী সিরাজুল ইসলামের আদালতে তারা জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির এ তথ্য জানান।
এর আগে মামলার এজাহারভূক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীরও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ নিয়ে চারজন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলো। এ মামলায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।