দুদক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
24

ঘুষ লেনদেনের ঘটনায় আলোচিত দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির আবাজনী মাঠে ঢাকা ব্যাংক ফিবা অনূর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্টমন্ত্রী বলেন, দুদকের কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেমনটি নেওয়া হয়েছিল ডিআইজি মিজানের বিরুদ্ধে। ডিআইজির বিরুদ্ধেও তদন্তের পর আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বিচার বর্হিভূত হত্যাকান্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করিনা। তবে নয়নের বিষয়ে যেটি হয়েছে সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। সে কীভাবে তৈরি হয়েছে সেটিও তদন্ত চলছে। আমরাও বের করতে চাই, কারা তাকে এমন বানিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here