১০৩ টাকায় ২০৩ কনস্টেবল পদে চাকরি দিয়ে দৃৃষ্টান্ত স্থাপন করলেন ভোলায় সদ্যযোগদানকৃত পুলিশ সুপার সরকার মোহাম্দদ কায়সার। তার যোগদানের পর পরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে ব্যপারে কোন প্রকার অর্থ লেনদেন ছড়াই সচ্ছতার মাধ্যমে শতভাগ মেধাবীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানে মুগ্ধ অভিভাবক মহল।
জানা গেছে, গত ২ জুলাই পুলিশ সুপারের সভাপতিত্বে সততার সাথে সকলের সহযোগিতায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষায় কৃতকার্যদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ (পুরুষ) ১২৭ জন, সাধারণ (নারী) ৪৫ জন, মুক্তিযোদ্ধা (পুরুষ) ২৪ জন, মুক্তিযোদ্ধা (নারী) ৪ জন, পোষ্য ২ জন, আনসার ১জনসহ সর্ব মোট ২০৩ জন।
বৃহস্পতিবার পুলিশ কনেস্টেবল নিয়োগ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে ছিলেন ভোলার আরেক সৎ মেধাবী এডিশনাল পুলিশ সুপার সাফিন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।এসপি সরকার মোহাম্মদ কায়সার বলেন, ভোলা জেলা পুলিশ কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি মহোদয় এর দিক নির্দেশনা অনুযায়ী শতভাগ সততার সাথে শতভাগ মেধা ভিত্তিক, যোগ্যতা ও স্বচ্ছতার সাথে ২০৩ টি পরিবারকে বিনা টাকায় চাকরি দেয়া হয়েছে। যার মধ্যে বেশিরভাগই দরিদ্র পরিবার সন্তান তারা।