বাহরাইনে স্বাস্থ্য সেবার অংশ হিসেবে সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টারের আদলে দেশটিতে এই প্রথম যাত্রা শুরু স্কয়ার ফার্মেসির। সোমবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় দেশটির রাজধানী মানামায় এ ফার্মেসির উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।
দেশটিতে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিদের চিকিৎসা সেবা ও সূলভ মূল্যে ওষধ পেতে এ মেডিকেল ও ফার্মেসির যাত্রা। এ ফার্মেসি দিন-রাত অর্থাৎ ২৪ ঘণ্টা খোলা থাকবে। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে লিন্নাস মেডিকেল সেন্টারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দিন আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন। ডিএমডি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান বাংলাদেশিদের উদ্দেশে বলেন, বাহরাইনে বাংলাদেশের সুনাম রক্ষার্থে সকলে এতে সেবা গ্রহণ করে সহযোগিতা করবেন। আমরা দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। এসময় হাফেজ লোকমান হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।