লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আরও ৮০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে ত্রিপোলির তাজুরা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী।
জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলি বলেন, যেখানে সরাসরি বিমান হামলা ঘটে সেখানে একসঙ্গে ১২০ জন অভিবাসী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ) এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছে। এক বিবৃতিতে তারা জানায়, হামলাটি ‘পূর্বপরিকল্পিত’ ছিল।
গত কয়েক বছর ধরে লিবিয়া দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পাড়ি দিচ্ছেন। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে সহিংস অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার বিমান হামলাটি যেখানে হয়েছে সেই তাজৌরা এলাকায় জিএনএ-র অনুগত বাহিনীগুলোর সঙ্গে এলএনএ-র লড়াই চলছে।