রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক নারী ও তার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা হলেন উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সই খই মারমা (৬০) ও তার মেয়ে ম্য সং নু মারমা (২৯)। মঙ্গলবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে রাইখালীতে নিজ বাসায় ঘরে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে ঠিক কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।এর আগে গত ৪ ফেব্র“য়ারি উপজেলার কারিগর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউপিডিএফ-গণতান্ত্রিকের রাইখালী ইউনিয়নের সংগঠক মংসানু মারমা (৪০) ও মো. জাহিদ হোসেন (২২) নামে দুই ব্যক্তি। এ ঘটনায় নিহতদের নিজেদের কর্মী দাবি করে হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করে ইউপিডিএফ-গণতান্ত্রিক ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।