দুর্নীতি করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: বিএনপি

0
29

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমাহীন দুর্নীতি করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার।গ্যাসের দাম না কমানো হলে এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে ওই হুঁশিয়ারি দেন রিজভী। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর বিএনপি। নয়াপল্টন থেকে মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করে সাধারণ জনগণকে সংকটে ফেলা হয়েছে।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, তারা মহাদুর্নীতির জন্য, মহাচুরির জন্য আজকে জনগণের কাছ থেকে টাকা নিয়ে লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে। সরকার গ্যাসের দাম না কমালে আমাদের এই সংগ্রাম অব্যহত থাকবে, এই আন্দোলন চলবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান মিছিলে নেতৃত্ব দেন।মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, সহ- সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর মহানগর বিএনপির সহ- সভাপতি বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শামসুল হক, দফতর সম্পাদক এ বি রাজ্জাকসহ নগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাসের দাম কমানোর দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here