রিফাত শরীফ হত্যা: দুই আসামীর আদালতে স্বীকারোক্তি জবানবন্দী

0
0

বরগুনায় আলোচিত প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক মো.সিরাজুল ইসলাম গাজীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন আসামীরা।

আদালতে স্বীকারোক্তি দেয়া দুজন হলেন, এ মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা অভিযুক্ত তানভীর। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।এছাড়াও এ হত্যাকা-ে জড়িত সন্দেহে গ্রেফতার হয়ে তিনদিন রিমান্ড শেষে নাজমুল হাসানকে একই আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার পাঁচ দিনেরই মঞ্জুর করেন। আর মো. সাগর ও কামরুল হাসান সাইমুন নামের অপর দুজনকে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন । সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালত এ আদেশ দেন। আদেশ শুনে আদালত প্রাঙ্গনে থাকা রিফাত শরীফ হত্যাকা-ে অভিযুক্তদের স্বজনরা কান্নায় ভেঙে পরেন।

এ বিষয়ে রিফাত শরীফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, রিফাত শরীফ হত্যা মামলার ১১ নম্বর আসামি অলিউল্লাহ অলি ও হত্যাকা-েরর ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা তানভীর হোসেন আদালতে রিফাত শরীফ হত্যাকা-ে সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এছাড়াও এ হত্যাকা-ে জড়িত সন্দেহে গ্রেফতার করা মো.সাগর,কামরুল হাসান সাইমুন ও নাজমুল হাসানকে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে নাজমুল হাসান আগেও তিনদিনের রিমান্ডে ছিল। তিনদিনের রিমান্ড শেষে আজ আবারও তার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

প্রসঙ্গত, বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়। এঘটনায় রিফাত শরীফের বাবা আদুল আলিম দুলাল শরীফ ১২জনের নাম উল্লেখ করে এবং ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে বরগুনায় থানায় মামলা দায়ের করে। এ মামলায় এখ পর্যন্ত নয়জন আসামী গ্রেফতার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here