ফেনীতে বাখরাবাদের গ্যাস হরিলুট চলছে

0
0

বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেডের আওতাধীন ফেনী অঞ্চলের গ্যাসের হরিলুট চলছে। সংযোগ না নিয়েও এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের মাসিক মাসোহারা দিয়ে জ্বালানো হচ্ছে চুলা। গুটি কয়েক কর্মচারী ও ফিটারদের মাধ্যমে মাসোহারার টাকা আদায় করা হয়। এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। বিভিন্ন অবৈধ সংযোগ ও অবৈধ জ্বালানী রোধে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয় না।

বিসিক শিল্প নগরী সংলগ্ন বাখরাবাদের ফেনী এরিয়া অফিসে গিয়ে দেখা গেছে, অফিসের দেয়াল ও বিভিন্ন কক্ষের দরজায় লাগানো রয়েছে বিভিন্ন সচেতনতামূলক স্টিকার। একটি স্টিকারে উল্লেখ করা হয়, গ্যাস অত্যন্ত মূল্যবান সম্পদ, উহার অবৈধ ব্যবহার এবং অবৈধ ব্যবহারে সহায়তাকরণ গ্যাস আইনানুযায়ী দন্ডনীয় অপরাধ।’ অবশ্য এ ধরনের প্রচারণা কিংবা আইন মানেন না স্বয়ং কর্মকর্তারাই।

অফিস সূত্র জানায়, জেলার ৫ উপজেলা এবং নোয়াখালীর বসুরহাট এলাকায় সর্বমোট ৩০ হাজার ৫শ ১৯ জন গ্রাহক রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ৩৩৩ ও ২৭ জন শিল্প গ্রাহক রয়েছেন।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, শহরের বাসা-বাড়ী এমনকি গ্রামাঞ্চলেও অবৈধভাবে রাইজার থেকে সংযোগ দেয়া হয়। কোন কোন বৈধ রাইজার থেকে দুটি চুলার অনুমোদন থাকলেও জ্বালানো হচ্ছে ২০ থেকে ২৫টি চুলা। এর মধ্যে শহরের শান্তি ধারা আবাসিক এলাকার ফেনী মডেল মাদরাসার পাশ্ববর্তী ফিউচার ভবন, নাজির রোডের (আবু বক্কর ছিদ্দিক সড়ক) রেল লাইন সংলগ্ন হাজী দ্বীন মোহাম্মদ ম্যানশন, পাশ্ববর্তী আছিয়া-কবির ম্যানশন, পাঠানবাড়ী রোডের ফেনী মহিলা সংলগ্ন ওহাব ম্যানশনের সামনের ভবন, আল বেরুনী একাডেমী সম্মুখস্ত সড়কের তিনটি ভবন, মমিন জাহান মসজিদের পেছনে হুমায়ুন ম্যানশন ও পাশ্ববর্তী ভবন, শাহীন একাডেমী সড়কের জেপি টাওয়ার, র‌্যাব ক্যাম্প সংলগ্ন নিজাম উদ্দিন সড়কের ভূঞা প্যালেস ও নিজাম উদ্দিন ভবন, জয়নুল ম্যানশন, গ্র্যান্ড হাজী ম্যানশন, ওমর ফারুক ম্যানশন, পেট্টোবাংলা আরামবাগ এলাকার শাহজাহান মিয়ার বিল্ডিং, আলিম উদ্দিন সড়কের আজাদ টাওয়ার ও পাশ্ববর্তী ভবন, চাঁড়িপুর এলাকার দেওয়ানগঞ্জ সংলগ্ন কাজী ভিলা, সালাহউদ্দিন মোড় সংলগ্ন আবদুর রহমান মঞ্জিলে এক-দুটি চুলার অনুমোদন নিয়ে অবৈধভাবে ভবনজুড়ে চুলা জ্বালানো হচ্ছে।

এছাড়া মহিপাল আদর্শ হাউজিং সোসাইটির কয়েকটি ভবন ও আলিম উদ্দিন সড়কেও কয়েকটি ভবনে অবৈধ চুলা রয়েছে। এছাড়া শহর ও জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব জেনেও নির্বিকার। বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও সিভিএ নেতাদের ম্যানেজ করে মোটা অংকের টাকা দিয়ে পুনরায় সংযোগ স্থাপন করা হয়। বিক্রয় সহকারি জামাল উদ্দিন, টেকনেশিয়ান শামীম ভূঞা ও আমির হোসেন অফিসে সিন্ডিকেট গড়ে তোলে সংযোগ বিচ্ছিন্ন না করতে প্রভাব বিস্তার করেন। উল্লেখিত অবৈধ সংযোগ থেকেও মাসিক ভিত্তিতে বিলের সমপরিমান টাকা আদায় করেন তারা। এজন্য কিছু ঠিকাদার ও ঠিকাদার সহকারি (ফিটার) কে নামমাত্র টাকা দেয়া হয়।

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাসের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো. মহিবুর রহমান অবৈধ সংযোগে চুলা জ্বলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ হাজারের অধিক গ্রাহক থাকলেও সংযোগ রয়েছে প্রায় অর্ধলক্ষাধিক। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০১৫ সালে জেলার বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও থেমে নেই সংযোগ। ২০১৬ সাল থেকে সরকার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here