ঘুষ লেনদেন: ডিআইজি মিজান ও বাছিরকে ফের তলব

0
0

ঘুষ লেনদেনের অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় পেয়েছেন পুলিশের আলোচিত কর্মকর্তা মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির।

ডিআইজি মিজানকে ৮ জুলাই ও বাছিরকে ১০ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুসন্ধান কর্মকর্তা ফানাফিল্যা সোমবার আবারও নোটিস দিয়েছেন বলে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, এছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজানের গাড়ি চালক সাদ্দাম হোসেন ও দেহরক্ষী হৃদয় হাসানকে ৭ জুলাই তলব করা হয়েছে।

ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাময়িক বরখাস্ত ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা বাছিরকে সোমবার সকাল ও বিকালে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তারা কেউ হাজির হননি।মিজান ব্যক্তিগত কারণ দেখিয়ে ও বাছির অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার আগে তদন্ত পর্যায়ে অভিযোগ থেকে রেহাই পেতে তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাক ঘুষ দিয়েছেন বলে গণমাধ্যমের কাছে মিজান দাবি করেন।

তবে এনামুল বাছির ডিআইজি মিজানের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার কণ্ঠ নকল করে ডিআইজি মিজান কিছু বানোয়াট রেকর্ড একটি টেলিভিশনকে সরবরাহ করেছেন।

এসব অভিযোগ উঠার পর ইতোমধ্যে এই দুই জনই তাদের নিজেদের সংস্থা থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। আর ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যার নেতৃত্বে তিন সদস্যের এই দলের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সালাহউদ্দিন আহমেদ।এরই মধ্যে অনুসন্ধান দল সাক্ষী হিসেবে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করা এটিএন নিউজের সাংবাদিক ইমরান হোসেন সুমনের বক্তব্য নিয়েছে দুদক।

এর আগে ২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রথমে অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী; পরে এই দায়িত্ব পান এনামুল বাছির।

ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার গত ১২ জুন তাকে সরিয়ে দুদকের আরেক পরিচালক মো. মঞ্জুর মোরশেদকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধান শেষে তিনি ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছেন।

মামলায় তিন কোটি সাত লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদের অভিযোগ আনা হয় ডিআইজি মিজান, তার স্ত্রী, ভাই ও ভাগ্নের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here