ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী

0
27

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯ শীর্ষক সম্মেলনে যোগ দিয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, লিডারশিপ ৪.০- সাকসিডিং ইন এ নিউ এরা অব গ্লোবালাইজেশন প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৩ জুলাই তিন দিনব্যাপী ডব্লিউইএফ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আজ মঙ্গলবার সকালে এই বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব এবং লিআনিং প্রদেশের গভর্নর ত্যাং ইউজুন অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পীসহ প্রায় এক হাজার ৮০০-এরও বেশি প্রতিনিধি যোগদান করেছেন।পাঁচ দিনের সরকারি সফরে মঙ্গলবার চীনে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউইএফ অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

বিকেলে তিনি ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ক্লাউস শোয়াবের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ এবং দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিম শীর্ষক অধিবেশনে প্যানেল সদস্য হিসেবে থাকবেন।ডব্লিউইএফ সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংগঠন। এটি ১৯৭১ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের রাষ্ট্রগুলোকে ব্যবসায়িক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং সমাজের অন্য নেতৃবৃন্দকে বৈশ্বিক, আঞ্চলিক ও শিল্প খাতকে এগিয়ে নেওয়া এর লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here