২০ ছাত্রীকে ধর্ষণ : দুই শিক্ষকের ফাঁসি চেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি স্কুলের ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সহকারী শিক্ষক আশরাফুল আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় ১৪টি স্কুলের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত শিক্ষকদের ফাঁসির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তাদেরকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিও করেন তারা। পাশাপাশি অক্সফোর্ড হাই স্কুলটিকে বন্ধেরও দাবি জানান বক্তারা।

এ সময় মানববন্ধনে এসে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘ইতিমধ্যে আমরা অভিযুক্ত দুই শিক্ষককে আটক করেছি। তাদের দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তা ছাড়া যদি আরও কোনো ব্ল্যাকমেইলিংয়ের শিকার শিক্ষার্থীর অভিভাবকরা মামলা করতে চায় আমরা তাদের মামলা নেবো।’

মানববন্ধনে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুর রহীম মেম্বার, যুবলীগ নেতা হাজী মো. সুমন কাজী, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here