গণতন্ত্র ও ন্যায়বিচার না থাকায় বরগুনার মতো সারা দেশে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন সেলিমা রহমান। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এ মানববন্ধনে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে সেলিমা রহমান বলেন, আইনের শাসন নেই বলে প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধীরা প্রকাশ্যে খুন করার সাহস পাচ্ছে, যেমনটা হয়েছে বরগুনার ক্ষেত্রে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ০০৭ নয়ন বন্ড। এই নয়ন বন্ড অনেকদিন ধরে অপরাধ সংঘটিত করছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেনি। তাদের অপরাধ করতে সাহায্য করেছিল। আজকে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ, বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার, যারা মিডনাইট নির্বাচন করেছে, যারা নির্বাচনে জোর করে ক্ষমতায় এসেছে, আজকে অবৈধ সংসদ চালাচ্ছে তারা বর্তমানের এই অনৈতিক কর্মকান্ড কন্ট্রোল করতে পারছে না।
সেলিমা রহমান আরো বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জনগণের কাছে জবাবদিহিতা থাকে না বলে অপরাধীরা এর সুযোগ নেয়।অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সারা দেশে নারী সমাজ বেগম জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।