গরিব মানুষের ভাগ্যের কথা রাষ্টও্র চিন্তা করে না এখন: ড. মিজান

0
0

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আলাদা তহবিল দুর্নীতির নতুন দরজা খুলে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে আলাদা তহবিল গঠন করার ব্যাপারে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। কারণ, এই ফান্ড দুর্নীতির আরও একটি নতুন সংযোজন হবে। যারা সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হন, তাদের কল্যাণ ফান্ড গঠন করার দায়িত্ব কার সেটা ভাবতে হবে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণটা আসলে কে দেবে- মালিক, সরকার না বীমা কোম্পানি। সেটা এখন ভাবার সময় এসেছে।

শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ: নিরাপত্তা বীমার প্রয়োজনীয়তা, আলাদা তহবিল গঠন ও পরিচালনা বিষয়ক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ধনীদের হয়ে গেছে। গরিব মানুষের ভাগ্যের কথা এই রাষ্ট্র কখনও চিন্তা করে না।ধনীদের তেলে মাথায় কত তেল দেওয়া যায় তা আমরা সড়ক পরিবহনের ক্ষেত্রে যে আইনগুলো রয়েছে তার ভেতর স্পষ্টভাবে দেখতে পাই। এদিকে আমাদের আইন সভায় ব্যবসায়ীদের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, সেখানে আইনের প্রয়োগ কীভাবে হবে?

বৈঠকে পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে হওয়া আলোচনার সূত্র ধরে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, এই যে নতুন নতুন আইন করা, কার দায়িত্ব হবে, নতুন তহবিল গঠন করা, এবং এই যে কমপেনসেশন ফান্ডের (ক্ষতিপূরণ তহবিল) কথা বলা হচ্ছে, এগুলো খুব ভালো কথা। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, এই যে নতুন তহবিল অর্থাৎ দুর্নীতির নতুন একটা খাত তৈরি করা। এই দুর্নীতির নতুন খাত বাংলাদেশে কত তৈরি করতে হবে!

এমনিতে তো দুর্নীতিতে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি। আর কত খাত তৈরি করে সাধারণ মানুষের ওপরে আরো করের বোঝা চাপাতে চাইছেন আপনারা। এটি আমার বুদ্ধিতে টেকে না, বলেন মিজানুর রহমান। এ ছাড়া সড়ক দুর্ঘটনার দায় মূলত পরিবহন মালিকদেরই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কর্তৃপক্ষের অবহেলার কারণে হওয়া দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না বলেও বৈঠকে মত দেন বক্তারা। এ ছাড়া বৈঠকে পরিবহন মালিকরা নিরাপত্তা বিমায় ক্ষতিপূরণের টাকা পেতে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন। এ জন্য আলাদা তহবিল গঠনের সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, রোড সেফটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড: সৈয়দ নাইমুল ওয়াদুদ, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here