সিলেটে অবৈধ ২ লাখ ৩১ হাজার ভরি স্বর্ণ কর দিয়ে বৈধ

রীতিমতো আঁতকে ওঠার মতোই তথ্য। সিলেটে দুই লাখ ৩১ হাজার ভরি স্বর্ণ কর দিয়ে বৈধ করা হয়েছে। এত বেশি পরিমাণ অবৈধ স্বর্ণ সিলেটের ব্যবসায়ী ও উৎপাদনকারীদের ছিল, এটা হয়তো কারো ধারণাতেই ছিল না।

সিলেটে স্বর্ণ মেলা হয়েছে সোমবার ও মঙ্গলবার। এ দু’দিনে মেলায় ২ লাখ ৩১ হাজার ভরি স্বর্ণ কর দিয়ে বৈধ করা হয়। প্রতি ভরি স্বর্ণে এক হাজার টাকা হিসেবে কর দেয়া হয়। সবমিলিয়ে কর বাবদ রাজস্ব বোর্ড আদায় করে ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনার কাজল সিংহ এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেটে স্বর্ণ মেলায় জুয়েলারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, স্বর্ণ ব্যবসায়ী ও উৎপাদক মিলিয়ে ১২৮ জন তাদের অপ্রদর্শিত স্বর্ণ কর দিয়ে বৈধ করে নেন।

জানা গেছে, সরকার দেশে কতো পরিমাণ স্বর্ণ আছে, তার মোট হিসাব জানতে চাইছে। এজন্য অবৈধ স্বর্ণ কর দিয়ে বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত যে কেউ নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তাদের অপ্রদর্শিত স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য বৈধ করে নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here