সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা লেনদেনের সময় দুই যুবককে ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার উপজেলার বকচরা এলাকার জেলা মৎস্য অফিসের সামনে থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান ও নারায়ণপুর গ্রামের দেলোয়ার হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, ১১ লাখ টাকার বিনিময়ে দেলোয়ার হোসেনকে পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন আসাদুজ্জামান। চুক্তি অনুযায়ী, আসাদুজ্জামানকে এই টাকা দেন দেলোয়ার। এর মধ্যে লিখিত পরীক্ষায় দেলোয়ার অকৃতকার্য হলেও তাঁর নাম কৃতকার্যদের তালিকায় তুলে দেওয়া হবে- এমন শর্তে আসাদুজ্জামান টাকা নেন। এ সময় টাকা লেনদেনের খবর পেয়ে পুলিশ তাঁদের দুজনকেই টাকাসহ আটক করে।এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এসআই রিয়াদুল ইসলাম।