বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেছেন, সাধারণ আনসারদের প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আগে ছিল না। এছাড়াও চিকিৎসাসহ আরও কিছু বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবসময় দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের আড়াই হাজার সদস্য দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়কেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তিনি সোমবার গাজীপুরে কালিয়াকৈরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বাহিনীর সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ,কে,এম, আসিফ ইকবাল এবং উপ-মহাপরিচালক ও সফিপুর আনসার ভিডিপি একাডেমীর কমান্ডেন্ট মিনাই কুমার দাসসহ সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহনকারী ১০৭৪ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। কুজকাওয়াজে আনসার সদস্যরা বুত্থ্যান ও ফায়ার ফাইটিং মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠাণে শ্রেষ্ঠ ড্রিল ও ফায়ারার এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।