সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে ডিএনসিসি ও পুলিশ একসঙ্গে কাজ করবে: আতিকুল

0
21

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএনসিসি এবং বাংলাদেশ পুলিশ একসঙ্গে কাজ করবে।

সোমবার (২৪ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।আতিকুল ইসলাম বলেন, যেহেতু জনপ্রতিনিধিরা সমাজের সব স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমেও সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মানুষকে দূরে রাখা যায়।

তিনি বলেন, আমরা ২৪টি খেলার মাঠের সংস্কারকাজ শুরু করেছি। এসব মাঠে রাতেও যাতে খেলাধুলা করা যায় সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।
ডিএনসিসি মেয়র বলেন, হলি আর্টিজানের পর দেশে ব্যবসার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা প্রায় গুটিয়ে নিচ্ছিলেন। তখন আমাদের প্রধানমন্ত্রী তার ক্যাপাবিলিটি ও ক্যাপাসিটি দিয়ে পুলিশের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছেন।সেমিনারে অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here