মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
27

সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে করা নারী নির্যাতন মামলায় নিজেই ফেঁসে গেলেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। দেড় বছর ধরে সাক্ষী দিতে না যাওয়ায় গত রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ মিলার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে বিষয়টি জানা গেছে গতকাল সোমবার। এর আগে একাধিকবার সমনও জারি করেছিলেন আদালত।

ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর শহিদ হোসেন ঢালী জানান, ২০০৮ সালে মামলায় চার্জগঠন হওয়ার পর সাক্ষী দিতে বাদী মিলার প্রতি সমন জারি করা হয়। কিন্তু তিনি না আসায় রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি করেন। এর পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান।

মামলায় বলা হয়, বিয়ের পর কয়েকবারই মিলাকে মারধরের ঘটনা ঘটেছে। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। পরে আরও ১০ লাখ টাকা দাবি করেন। কিন্তু টাকা না পেয়ে সর্বশেষ ২০১৭ সালের ৩ অক্টোবর তাকে মারধর করেন সানজারি। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১২ মে পাইলট পারভেজ সানজারিকে বিয়ে করেন শিল্পী মিলা। কিন্তু সংসার টিকেনি বেশিদিন। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। একসময় সংসার জীবনের ইতি টানেন পপ গানের এ শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here