লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভ্যানে চড়ে যাবার সময় মৌমাছির কামড়ে মোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ভ্যানযাত্রী মৃত্যু হয়েছে। এসময় হরে কৃষ্ণ (৩০) নামে ভ্যানচালক আহত হন।
সোমবার (২৪ জুন) দুপুরের দিকে ঐ উপজেলার বাউরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
মৃত্যু মোজাম্মেল হোসেন ঐ এলাকার মৃত মোসলেম দফাদারের ছেলে। আহত হরে কৃষ্ণ ঐ ইউনিয়নের সফিরহাট এলাকার ভ্যান চালক বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে হরে কৃষ্ণের ভ্যানে করে সফিরহাট প্যারাপুকুর এলাকায় যাচ্ছিলেন মোজাম্মেল হোসেন। প্যারাপুকুর এলাকায় পৌছিলে আকস্মিক একটি মৌমাছির দল মোজাম্মেল ও হরে কৃষ্ণের উপর আক্রমণ করে। এসময় হরে কৃষ্ণ তাৎক্ষণিক পুকুরে পানিতে ডুব দিয়ে নিজেকে রক্ষা করেন। এদিকে মোজাম্মেল হোসেন মৌমাছির কামড়ে আক্রান্ত হয়ে মাটিতে লুকিয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে বাউরা বাজারে ডাক্তার রমেশের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বাউড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম মৌমাছির কামড়ে মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হরেকৃষ্ণ প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি.