লালমনিরহাটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৬ (ছয়) দিনব্যাপী যৌথ মহড়া”এক্সারসাইজ প্যাসিফিক এ্যানজেল” এর শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্টিত যৌথ মহড়ার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ট মতিউর রহমান ঘাটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার ফালমার, মহড়ার গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলী ও রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডারসহ জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাগন।
৬ দিনব্যাপী এ মহড়ায় লালমনিরহাটের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা প্রদান এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর তত্তাবধায়ন ও রক্ষণাবেক্ষণ ইউনিটের উদ্যোগে দূর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থ ভবন, বাড়িঘর নির্মানে নানাবিধ সহায়তা প্রদানে বিভিন্ন কাযক্রম পরিচালিত হবে।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ২শত ৫০ জন ও যুক্তরাষ্টের প্যাসিফিক বিমান বাহিনীর ১০২ জন সদস্য অংশগ্রহনকরছে।