ট্রাম্পের চিঠি পেয়েছেন কিম

0
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ওই চিঠিকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন কিম এবং বলেছেন, চিঠির কৌতূহলোদ্দীপক বিষয়বস্তু নিয়ে গভীরভাবে ভাবছেন। একই সঙ্গে ট্রাম্পের ‘অসাধারণ’ সাহসেরও প্রশংসাও করেছেন তিনি।

এ মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কিম জং উনের কাছ থেকে তিনি একটি সুন্দর চিঠি পেয়েছেন। তবে ট্রাম্পের চিঠি কখন আর কীভাবে কিমের কাছে পৌঁছানো হয়েছে তা পরিষ্কার করা হয়নি।
গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের বৈঠকটি কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত হয়ে আছে।

তবে দুই নেতাই বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন। চিঠির এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ, সামনের সপ্তাহেই সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। তবে উত্তর কোরিয়ার দাবি, আগে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here