ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ

0
0

দুধের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলে রাস্তায় দুধ ঢেলে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। শনিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দৃশ্য দেখা যায়।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ইমরান হোসেন বলেন, ২০১৯-২০ প্রস্তাবিত বাজেটে কনসেশনারি কাস্টমস ডিউটি পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটা দুগ্ধ খামারিদের তেমন কাজে আসবে না। পর্যায়ক্রমে গুঁড়ো দুধের আমদানি শুল্ক বাড়ানো হোক। কারণ মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ দুধ এখন আমরা দেশেই উৎপাদন করি। গত সাত বছরে দুধের উৎপাদন বেড়েছে তিন গুণ। এ অবস্থায় গুঁড়ো দুধের আমদানি শুল্ক পর্যায়ক্রমে কিছুটা বাড়িয়ে দেশীয় দুগ্ধ শিল্পকে প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানো হোক। তাহলে দেশের দুগ্ধ শিল্প বেঁচে যাবে এবং বিকাশ লাভ করবে। তাই ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আমদানি করা গুঁড়ো দুধের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের দাবি জানাচ্ছি।

দুগ্ধ শিল্পের ক্ষেত্রে সরকারি এন্টি ডাম্পিং ট্যাক্স নীতিমালা মেনে চলা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

রাস্তায় দুধ ঢালার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ন্যায্য মূল্য না পেয়ে দেশের দুগ্ধ খামারিরা রাগে-ক্ষোভে রাস্তায় দুধ ফেলে দিয়েছিল। তাদের সঙ্গে একাত্ম হয়ে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় দুধ ঢাললাম।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান, জ্যেষ্ঠ সহসভাপতি রাকিবুল রহমান টুটুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here