ফেনীর দাগনভূঞায় মেয়েদের বাঁধার মুখে তিন ঘন্টা পর মরহুম পিতা শামছুল হকের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদ মাগরিব উপজেলার চন্ডিপুর গ্রামের ইসলামপুর সমাজের লমি জমাদার বাড়ীতে।
স্থানীয়রা জানায়, ওইদিন সকালে বার্ধক্য জনিত রোগে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন শামছুল হক। বাদ জুমা মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে পারিবারিক কবরস্থানে এলাকায় মাইকিং করা হয়। বাদ জুমার পর সম্পত্তি থেকে বঞ্চিত করায় মরহুমের মেয়ে বিবি তাহেরা, কহিনুর বেগম, হাছিনা আক্তার, শেফালি বেগম ও তাজ নাহার বেগম দাফনে বাঁধা দেন। মৃত্যুর পূর্বে শামছুল হক ছেলে মোশারফ হোসেন বাচ্ছু ও মিজানুর রহমানকে সকল সম্পত্তি রেজিষ্ট্রি করে দেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে মৃতের লাশ চার ঘন্টা পরে নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সমাজপতি ও মরহুমের আত্মীয়-স্বজন দুই ভাইয়ের উপর চড়াও হয়।
মরহুম শামছুল হকের ছেলে মোশারফ হোসেন জানান, বাবা মৃত্যুর আগে বোনদের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দেন এবং আমাদের দুই ভাইকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে সম্পত্তি রেজিষ্ট্রি করে দেন। বোন ও সমাজের অন্যান্য লোকজন নন জুড়িয়াল সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। বোনদেরকে সম্পত্তি বুঝে দেয়ার কোন প্রমাণপত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোশারফ বলেন, লিখিত কাগজ তার কাছে রয়েছে।
অপরদিকে মরহুম শামছুল হকের মেয়ে বিবি তাহেরা বেগমসহ ৫ মেয়ে জানান, বাবা থেকে গোপনে সকল সম্পত্তি রেজিষ্ট্রি করে নেয় দুই ভাই। আমরা প্রাপ্য সম্পত্তি দাবী করছি। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে উভয়ের সম্মতিতে বিষয়টি সমাধান করার শর্তে মৃতের লাশ দাফন করা হয়।