চট্টগ্রামে আগুনে পুড়লো শতাধিক বস্তিঘর

0
49

চার মাসের ব্যবধানে চট্টগ্রাম নগরীর চাক্তাই বেড়া মার্কেট বস্তিতে দ্বিতীয় দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়েছে শতাধিক ঘর।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে নতুন ফিশারি ঘাট সংলগ্ন ভেড়া মার্কেট বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে যায়। আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বিভিন্ন মালিকের অন্তত ১০০ টি বসত ঘর ও চারটি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।তবে, আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।এর আগে গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে বেড়া মার্কেটের আরেকটি বস্তিতে আগুনে দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here