বায়তুল মোকাররমের পাওয়ার স্টেশনে আগুন

0
0

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা ১২টার দিকে আগুন লাগার পর আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসে বলে মসজিদের প্রধান নিরাপত্তারকর্মী মো : ইসমাইল জানিয়েছেন।

তিনি বলেন,পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার বিগ্রেড সদস্যরা চলে যায়। শর্টসার্কিট থেকে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার পরপরই পুরো মসজিদ মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এববং দোকানপাট বন্ধ করে সবাই বের হয়ে আসে।ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুস শহীদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে পৌঁছাতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড় ধরণের ক্ষতি হতে পারতো।

আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।এদিকে ঘটনার পর বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা পাওয়ার স্টেশন সরানোর দাবিতে বিক্ষোভ করে।

ব্যবসায়ী গ্র“পের সভাপতি মো. ইয়াকুব আলী বলেন,এই পাওয়ার স্টেশনে কয়েকবছর ধরে বার বার আগুন লাগলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। অবিলম্বে এটা না সরালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here