বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের সরকার খুবই আন্তরিক। সুসম্পর্ক থাকলে ভারত-বাংলাদেশ দুই দেশই এগিয়ে যাবে।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসা ভারতের হাই কমিশনার সোমবার (১৭ জুন) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই সভার আয়োজন করে।নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এই সভায় হাই কমিশনার বলেন, ভারতেও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশেও নতুন সরকার। দুই নতুন সরকার অবশ্যই ভারত-বাংলাদেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক প্রচেষ্টায় কিন্তু দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। আমরা এটাকে সম্পর্কের সোনালী অধ্যায় বলি। আমাদের (ভারত) প্রধানমন্ত্রী বারবার আমাদের প্রেসক্রাইব করেন যাতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে সোনালী অধ্যায় চলছে, সেটা যেন বজায় থাকে।
আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতের এই কূটনীতিক বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, জিডিপি বেড়েছে। ভারত অবশ্যই প্রত্যাশা করে- বাংলাদেশ যেন উন্নয়নে এগিয়ে যায়।অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ভারতের সরাসরি বিনিয়োগের কথা উল্লেখ করে রিভা গাঙ্গুলী দাশ বলেন, কর্মসংস্থান তৈরি, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পে বিনিয়োগের মাধ্যমে ভারত বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছে। মোংলা ও মিরসরাই ইকোনমিক জোনে ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন পরেই বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। ভারত এই উদযাপনে অংশীদার হতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর আছে। ভারতের বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ কানেকটিভিটি এবং সম্পর্কের ক্ষেত্রে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, বলেন হাই কমিশনার।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ। এসময় ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী এবং ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ছিলেন।
এর আগে, সোমবার সকালে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে তার দঢতরে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে ভারতের সহকারী হাই কমিশনার চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের প্রশংসা করেছেন। এসময় তিনি চট্টগ্রাম নগরীর উন্নয়নে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।