বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন-২০১৯ সংশোধনের মধ্য দিয়ে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার(১৭ জুন)দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে, সকাল ১০টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনে কমিশনের কার্যাবলীতে কমিশনের কাজের পরিমান অনেক বেশি বাড়ানো হয়েছে। শুল্ক নীতি পর্যালোচনা, আন্তর্জাতিক আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, ট্রানজিট ট্রান্সিশিপমেন্ট, জেএসপি, শিল্প বাণিজ্য বিনিয়োগ, বিকল্প নীতি এবং বৈদেশিক বাণিজ্যসহ অনেকগুলো বিষয় এই আইনে যুক্ত করা হয়েছে।
১৯৯২ সালের এই পুরোনো আইনের ৮ ধারায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এ ধারায় উপধারা- ২ এ কমিশনের কর্মকর্তা ও কর্মচারী উপধারা-২ এর অধীন প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে বলেও জানান মোহাম্মদ শফিউল আলম।
তিনি আরও বলেন, আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে আইনের ১২ ধারায়। সেটা হলো গবেষণা বা সমীক্ষা কাজে সহায়তা করার লক্ষে কমিশন সরকারের পুর্বানুমোদনক্রমে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রয়োজনীয় সংখ্যক পরমর্শক ও গবেষক নিয়োগ করতে পারবে। প্রতিষ্ঠানটির গবেষণা ক্ষেত্রে তারা নিজেরা কোনো হ্যান্ডস ডেভলোপ করতে পারেনি। ফলে তারা প্রয়োজনীয় সংখ্যক কনসালটেন্ট নিয়োগ করতে পারবেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া পাইলটের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছেন। তবে রিপোর্টটি আমি এখনও পড়ে দেখিনি।এদিন বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে (ইকোসক)৩ বছরের জন্য সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে বলেও জানান সচিব। উল্লেখ্য, বাংলাদেশ এতে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।