বাজেটে লাভবান হবে তামাক কোম্পানিগুলো

0
56

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্য বিড়ি, সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে তামাকের স্তর অপরিবর্তিত রেখেই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাজেটে তামাক কোম্পানিগুলো বেশি লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে তামাক সংক্রান্ত প্রস্তাবনা দেখে হতাশা প্রকাশ করছেন তামাকবিরোধী সংগঠনগুলো। রোববার কথা হয় তামাক নিয়ে কাজ করা কয়েক জন বিশেষজ্ঞের সঙ্গে।

তামাক-কর নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, এখানে সিগারেটের ক্ষেত্রে যে চার স্তর বিশিষ্ট কর কাঠামো ছিল, সেটার কোনো পরিবর্তন হয় নাই। তামাক পাতা রপ্তানির ক্ষেত্রে ১০% হারে যে শুল্ক ছিল, সেটা এখন আর নাই। বাজেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। এতে আসলে তামাকের চাষ এবং তামাক পাতা ব্যবসা আরও উৎসাহিত হবে।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক মহিউদ্দিন ফারুক বলেন, তামাক কোম্পানিগুলো এবারের বাজেটে অতিমাত্রায় লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে। এভাবে তামাক কোম্পানিগুলোকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দিয়ে তামাক নিয়ন্ত্রণ কখনই সম্ভব নয়। তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি- সিগারেটের স্তরসংখ্যা হ্রাস ও সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রচলন করা। কিন্তু এসবের ব্যাপারে কোনো নির্দেশনা এবারের বাজেট ঘোষণাতেও নেই। স্তরসংখ্যা অপরিবর্তিত রাখায় ভোক্তার সিগারেট স্তর পরিবর্তনের সুযোগ থেকে যাবে।

মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা‘র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, আমরা তামাকের ব্যাপারে হতাশ। তামাকবিরোধী সংগঠনগুলো বাজেটের আগে যে প্রস্তাব দিয়েছেল, বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি। লক্ষ্য করে দেখা যায়, সিগারেটের প্যাকেটে দুই টাকা করে দাম বেড়েছে। এটা আসলে লোক দেখানো যে, বিড়ি-সিগারেটের দাম বাড়ানো হয়েছে। এটাকে আমরা শুভঙ্করের ফাঁকি বলতে পারি। বই-বাজেট দিয়ে সরকার তামাক কোম্পানির কাছে নতি স্বীকার করলো।

এদিকে, তামাক-বিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) তাদের এক বৃবিতে বলেছে, প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক অপরিবর্তিত রাখায় প্রতি শলাকা সিগারেটের দাম বৃদ্ধি পাবে মাত্র ২০ পয়সা, যা খুবই হতাশাজনক। সরকারের এই পদক্ষেপে বিগত বছরের তুলনায় মূল্যস্তর ভেদে তামাক কোম্পানিগুলোর আয় ৩১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে তামাক কোম্পানিগুলো এবারের বাজেটে ব্যাপকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here