যুগ্ম-সচিব হলেন ১৩৬ কর্মকর্তা: ১২ জেলায় নতুন ডিসি

প্রশাসনে ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (১৬ জুন)জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নিয়মানুযায়ী,পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। আলাদা আদেশে তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় ইনসিটু পদায়ন করা হয়েছে।গত বছরের ২১ ফেব্রুয়ারি ৩৯১ জনকে যুগ্ম-সচিব এবং গত ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

গত বছরের ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছন।প্রশাসনে অতিরিক্ত সচিবসহ আরো কয়েক স্তরে পদোন্নতির গুঞ্জন চলছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে,সরকার ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি)নিয়োগ দিয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৬ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জে, যুগ্ম-সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে গোপালগঞ্জে, যুগ্ম-সচিব বেগম উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর, যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে গাজীপুরে, যুগ্ম-সচিব বেগম কামরুন নাহার সিদ্দিকাকে সিরাজগঞ্জে, যুগ্ম-সচিব বেগম শায়লা ফারজানাকে মুন্সিগঞ্জে, যুগ্ম-সচিব মো. শওকত আলীকে রাজবাড়ীতে, যুগ্ম-সচিব তপন কুমার বিশ্বাসকে বাগেরহাটে, যুগ্ম-সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে, যুগ্ম-সচিব মো. আব্দুল আওয়ালকে যশোরে, যুগ্ম-সচিব মো. তোফায়েল ইসলামকে মৌলভীবাজারে এবং যুগ্ম-সচিব এনামুল হাবিবকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, গত ১১ জুন ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here