ফরিদপুরের প্রাণ ভূবনেশ্বর নদ দখল: হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে

0
96

ফরিদপুরের এক কালের প্রাণ খড়¯্রােতা প্রমত্তা ভূবনেশ্বর নদ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে, দখল দূষণে আজ মরা খাল, ফসলের মাঠ ভূমি দশ্যুদের দখলে বাড়িঘর নির্মাণ করে আবর্জনা ফেলে ভাগাড়ে পরিনত করেছে।

নদের পাড়ে গড়ে ওঠা নদী বন্দর গুরোতে মালা-মাল আমদানী-রপ্তানির ও পবিহনের সেই প্রাণ চাঞ্চল্যতা নেই।এক সময় ফরিদপুরের সাথে নদী বন্দরগুলো দিয়ে রাজধানী ঢাকা,নারায়নগঞ্জ চাঁদপুর,ভৈরব,চট্টগ্রাম,বরিশাল,মাদারীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে লঞ্চ,ষ্টীমার,গয়না ও বড় বড় নৌকা চলাচল করত। নদীর পলিমাটিতে ফসলের মাঠের জমি উর্বরতা হারিয়েছে,নদীর বুকে পাল তোলা নৌকা, মাঝিদের কণ্ঠে ভাটিয়ালী গান, জেলেদের মাছ ধরা,পানি দিয়ে ফসলের সেচ দেয়া সবকিছুই আজ বিলপ্তি হয়েগেছে। পরিবেশের ওপর পড়ছে প্রভাব। সবই যেন আজ অতীতের ইতিহাস-ঐতিহ্য। বর্তমানে কোথাও মরা খাল,কোথাও ফসলের মাঠ কোথাও দখল ধূষণে মৃত্যুর প্রহর গুণছে ভূবনেশ্বরের বুক জুড়ে। এক দিন হয়তো ফরিদপুরের মানচিত্র থেকে হারিয়ে যাবে নদটির নাম। নদটি মরে যাওয়ায় ফরিদপুর সদর,চরভদ্রাসন,নগরকান্দা ও সদরপুর উপজেলার অধিকাংশ ফসলের মাঠে পানি পায়না। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। আজ ফরিদপুর বাসির দাবী উঠেছে নদটি খনন করে অতীতের অবস্থানে ফিরিয়ে আনার।
সরেজমিনে তথ্যসংগ্রহ কালে জানা গেছে, অতীতে ভূবনেশ্বর নদই ছিল ফরিদপুরের প্রধান নদী। পর বর্তীতে কুমার নদ খনন করায় এই নদে শাখা প্রশাখা ও সংযোগ খাল গুলো নিয়েই ফরিদপুরের ইতিহাস-ঐতিহ্য। ফরিদপুর সদর উপজেলার নাড়ারটেক নামক স্থানের পদ্মা নদী থেকে নদটির উৎসমুখ। ফরিদপুর শহরের টেপাখোলা চরভদ্রাশন উপজেলার চরহাজিগঞ্জ বাজার, নগরকান্দা উপজেলার গজারিয়াহাট, সদরপুর উপজেলা সদর,হাটকৃষ্ণপুর বাজার,বাবুরচর বাজার ও পিয়াজখালী হয়ে আড়িয়াল খাঁ নদে মিলে ছিল। নদটি জুড়ে ছিল ফরিপুরের প্রাণচাঞ্চল্যের ঐতিহ্য। আজ আর সে ঐতিহ্য নেই। পানি উন্নয়ন বোর্ড নদটির উৎসমুখে বন্যানিয়ণÍ্রণ বাঁধ নির্মান করায় এখন আর পদ্মা থেকে পানি প্রবাহ আসেনা। যার ফলে বুক জুড়ে পলি পড়ে ভরাট হয়ে গেছে। ভূমিদুশ্যুরা ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাযোগে নদের জমির শ্রেণী পরিবর্তন করে লিজ নিয়ে দখল করে নিচ্ছে। যার ফলে নদের স্থানে স্থানে আজ ফসলের মাঠ ও ঘরবাড়ি দোকানপাট নির্মান করে দখলে নিয়ে গেছে। এক দিন হয়তো নদের সমস্ত জমিই ভূমিদূশ্যদের দখলে চলে যাবে। এব্যাপারে এলাকাবাসী ফরিদপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নিকট দাবি নদীটির দখল মুক্ত করে নদীটি খননের জন্য জোর দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here